26 C
আবহাওয়া
৬:৩১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » স্পেনকে হারিয়ে শিরোপা জিতে নিল ফ্রান্স

স্পেনকে হারিয়ে শিরোপা জিতে নিল ফ্রান্স

স্পেনকে হারিয়ে শিরোপা জিতে নিল ফ্রান্স

বিএনএ ক্রীড়া ডেস্ক: স্পেনকে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগের শিরোপা জিতে নিয়েছে ফ্রান্স। পিছিয়ে পড়েও করিম বেনজেমা আর কিলিয়ান এমবাপ্পের গোলে শিরোপা নিজেদের করে নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা।

২০১৮ বিশ্বকাপের পর আরও একটি বড় আসরের শিরোপা জিতে নিল দিদিয়ের দেশমের শিষ্যরা। আর প্রথম দল হিসেবে বিশ্বকাপ, ইউরো ও নেশনস লিগ-ট্রেবল জয়ের কীর্তি গড়লো দিদিয়ের দেশমের দল। সবমিলিয়ে দারুণ সময় কাটছে ফ্রান্সের।

রোববার (১০ অক্টোবর)  রাতে ইতালির মিলানের জুঁইসেপে মেয়াজ্জা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটিতে প্রথমার্ধে স্পেনের বিপক্ষে সুবিধা করতে পারেনি ফ্রান্স। বল দখলে এগিয়ে থাকলেও রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি স্পেনও।

তবে দ্বিতীয়ার্ধে আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। ৬৪ মিনিটে সার্জিও বুসকেটসের পাস থেকে স্পেনকে লিড এনে দেন মিকেল ওয়েরজাবাল। সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। দুই মিনিটের মাথায় করিম বেনজেমার গোলে সমতায় ফেরে ফ্রান্স।

এরপর আক্রমণের ধার বাড়িয়ে দেয় দেশমের দলের। ৮০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করলে টুর্নামেন্টটির শিরোপা উৎসবে মাতে ফ্রান্স।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ