বিএনএ,,ময়মনসিংহ:৮ম শ্রেণিতে পড়ুয়া কিশোর মিনহাজ। কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলছিল রেললাইনের পাশে।কিন্তু বিধি বাম!ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ায় বেঘোরে প্রাণ হারাতে হলো তাকে।রোববার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহে এ ঘটনা ঘটে।
কোয়য়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, ময়মনসিংহ থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনটি কাশর এলাকায় পৌছালে রেললাইনের পাশে বসে থাকা কিশোরকে ধাক্কা। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর। মিনহাজ নগরীর কাশর এলাকার কাঠমিস্ত্রি মো: রবি মিয়ার ছেলে। সে গোহাইলকান্দী ড্যাফডিল মডেল স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
মিনহাজের ছোট ভাই মাহিন জানান, কানে হেড ফোন লাগিয়ে রেললাইনের পাশে বসে মোবাইলে গেইম খেলছিল মিনহাজ। এমন সময় ট্রেন এসে তাকে ধাক্কা দেয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো: মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মিনহাজের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিএনএ/ওজি