24 C
আবহাওয়া
১০:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল

৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল

জনপ্রশাসন মন্ত্রণালয়

বিএনএ ঢাকা:  জনপ্রশাসন মন্ত্রণালয় সদ্য নিয়োগ পাওয়া ৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর ২০২৪) সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, একটি বাছাই কমিটির মাধ্যমে ফিটলিস্ট তৈরি হয় এবং ওই কমিটির আজকের বৈঠকে ৮ জনের নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাতিল হওয়া ৮ জেলার মধ্যে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, জয়পুরহাট, রাজবাড়ী, কুষ্টিয়া, দিনাজপুর, শরিয়তপুর ও লক্ষ্মীপুর।

এর আগে গত সোমবার ও মঙ্গলবার দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়। প্রায় ২০ দিন খালি থাকার পর গত ৯ ও ১০ সেপ্টেম্বর ডিসি পদে ৫৯ জনকে নিয়োগ প্রদান করা হয়।

নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে উপসচিব পর্যায়ের কর্মকর্তারা মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে হট্টগোল করেন। বুধবার সকাল থেকেও ডিসিদের নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সচিবালয়ে অবস্থান নেন তারা। বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খোরশেদ আলম খানের দপ্তরে অবস্থান করেন।

হাসিনার সরকারের পতনের পর সংস্কার হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন স্তরে। গত ৯ ও ১০ সেপ্টেম্বর নতুন করে নিয়োগ/পদায়ন করা হয়েছে ৫৯ জন জেলা প্রশাসককে। অভিযোগ রয়েছে নিয়োগ পাওয়াদের মধ্যে যারা রয়েছেন তাদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনৈতিক সঙ্গে জড়িত।

বিএনএ, এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ