16 C
আবহাওয়া
৪:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

ডেঙ্গু

বিএনএ, ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রুবাইয়া সুলতানা(৩৪) নামে চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫৬ রোগী নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য  জানানো হয়।

রুবাইয়া সুলতানা সীতকুণ্ড উপজেলার বারবকুণ্ডের আলী নগর এলাকার বাসিন্দা।

তিনি গত ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি হন। ১০ সেপ্টেম্বর সকালে তিনি মারা যান।
এছাড়া, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১৫৬ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৭৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৮ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯২৬ জন।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ