17 C
আবহাওয়া
১১:১৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের ৩ জনের মৃত্যু

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি একই পরিবারের ৩ জনের মৃত্যু

যুক্তরাজ্যের লেস্টারশায়ারে কার ও মালবাহী একটি লরির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বডেস্ক:  যুক্তরাজ্যের লেস্টারশায়ারে কার ও মালবাহী একটি লরির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। এরা সম্পর্কে বাবা,পুত্র ও কন্যা। তারা হলেন,  আলমগীর হোসেন ওরফে সাজু (৩৬),জাকির হোসেন (৯) ও মাইরা হোসেন(৪)। নিহত আলমগীর যুক্তরাজ্যের বার্মিংহামের কাছের ওয়ালসালের বাসিন্দা ছিলেন।

জানা যায়, ৮ সেপ্টেম্বর বিকেলে লেস্টারশায়ারে এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় আলমগীরের স্ত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলেই আলমগীর ও তাঁর ছেলে জাকির নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় মেয়ে মাইরা।

দুর্ঘটনার সময় আলমগীর হোসেন ওরফে সাজু নিজেই প্রাইভেট কারটি  ড্রাইভ করছিলেন। তার বাবার নাম আবদুল কালাম। বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় তাদের গ্রামের বাড়ি।

আলমগীরের চাচা আহমদ মোসা সাংবাদিকদের বলেন, তাঁর ভাতিজা (আলমগীর) সপরিবার অবকাশ কাটাতে গিয়েছিলেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনো তাঁদের জানায়নি পুলিশ। মরদেহ হাসপাতালে রয়েছে।

বিএনএনিউজ২৪,জিএন/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ