19.5 C
আবহাওয়া
৪:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ইউএস ওপেনের নতুন রাজা জোকোভিচ

ইউএস ওপেনের নতুন রাজা জোকোভিচ

জোকার

স্পোর্টস ডেস্ক: ২০২১ সালে বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন জোকোভিচ। সেবার ইউএস ওপেনে তাই গিয়েছিলেন ইতিহাস গড়ার হাতছানি নিয়ে। ফ্ল্যাশিং মিডোসে জিতলে ১৯৬৯ সালে রড লেভারের পর প্রথম পুরুষ হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্লাম বা এক পঞ্জিকাবর্ষের সব গ্র্যান্ড স্লাম জেতার কীর্তি হতো জোকোভিচের। তবে তা রুখে দিয়েছিলেন রাশিয়ার তারকা দানিল মেদভেদেভ। দুই বছর পর হার্ড কোর্টের ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে সার্বিয়ান কিংবদন্তির মুখোমুখি আবারো রুশ তারকা। আর্থার অ্যাশ স্টেডিয়ামে এবার আর ভুল করেননি জোকার। মেদভেদেভকে সরাসরি সেটে হারিয়ে নিজের ক্যারিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন জোকোভিচ।

সবশেষ ইউএস ওপেনের ফাইনাল জোকার খেলেছিলেন ২০২১ সালে। সেখানে তাকে ইতিহাস রচনা থেকে বঞ্চিত করেছিলেন মেদভেদেভ। সেবার রুশ তারকা ম্যাচটি জিতেছিলেন সরাসরি সেটে।

দুই বছর জোকোভিচ যেন তারই প্রতিশোধ নিলেন তাও আবার সরাসরি সেটে ম্যাচ জিতে। ম্যাচের শুরুতেই হেসেখেলে প্রথম সেট জিতে নেন সার্বিয়ান কিংবদন্তি। তবে দ্বিতীয় সেটে আর্থার অ্যাশ স্টেডিয়াম দেখে অন্যরকম এক ম্যাচ।

১ ঘণ্টা ৪৫ মিনিটের রুদ্ধশ্বাস এক লড়াই শেষে ট্রাইব্রেকারে ৭-৫ পয়েন্টের ব্যবধানে ৭-৬ গেমে দ্বিতীয় সেট জিতেন জোকোভিচ। মেদভেদেভের চ্যালেঞ্জ টপকে তৃতীয় সেট ৬-৩ গেমে জিতে ইতিহাস রচনা করেন জোকার।

এই জয়ে এক বছরে চতুর্থবারের মতো তিনটি গ্র্যান্ড স্লাম জিতলেন জোকোভিচ। সেই সঙ্গে ইতিহাসের এক মাত্র খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে ২৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা নিজের নামে করলেন তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ