20 C
আবহাওয়া
১১:৫৫ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » মমেকে করোনার উপসর্গে ৬ জনের মৃত্যু

মমেকে করোনার উপসর্গে ৬ জনের মৃত্যু

মমেকে করোনা উপসর্গে প্রাণ গেল ৮ জনের

বিএনএ ময়মনসিংহ:ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়ার আব্দুল কুদ্দুস (৭০), ত্রিশালের সুলতান ব্যাপারী (৭০), ভালুকার শফিকুল ইসলাম (৪০), নেত্রকোনার কমলাকান্দার রামিম (২৫), মদনের আলতাবুর রহমান (৭০) ও জামালপুর সদরের খোরশেদ আলী (৭০)।

শনিবার (১১ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি আরও বলেন, আইসিইউতে ৫ জন হাসপাতালের করোনা ইউনিটে ১১০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ জন।

জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেষ্টে ৩৬০ নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৭ শতাংশ বলে জানান তিনি।

বিএনএনিউজ/হামিমুর,আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ