বিএনএ, কক্সবাজার: কক্সবাজার উখিয়ার রেজুখাল চেকপোস্টে তল্লাশী চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে ৩৪ বিজিবি। সোমবার (১১ আগস্ট) বেলা ১২ টায় সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার এবং নারীকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন রামুর দক্ষিণ খুনিয়াপালং এলাকার বদি আলমের স্ত্রী আয়েশা বেগম।
৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান , ওই নারীর সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতরে কালো পলিথিনে মোড়ানো প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় একটি স্মার্টফোনও জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত নারীকে ইয়াবা ও অন্যান্য জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি