30 C
আবহাওয়া
৯:০৮ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত

ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার আরও পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের একটি আবাসস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে সাংবাদিক আনাস আল-শরিফ এবং তার চার সহকর্মী নিহত হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।  গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

নিহত সাংবাদিকেরা হচ্ছেন- প্রতিবেদক আনাস আল-শরীফ ও মোহাম্মদ কুরাইকেহ এবং ক্যামেরাপার্সন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া। তারা হাসপাতালের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের জন্য স্থাপিত একটি তাঁবুতে ছিলেন। সেটিকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল।

এদিকে হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) টেলিগ্রামে জানায়, তারা আনাস আল-শরীফকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আইডিএফের দাবি, আনাস আল-শরীফ হামাসের একটি সশস্ত্র সেলের প্রধান ছিলেন। তবে নিহত বাকি চার সাংবাদিকের বিষয়ে তারা কিছু জানায়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ