বিএনএ, ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনকে মানুষের মনে স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় দেয়ালে দেয়ালে গ্রাফিতি এঁকেছেন শিক্ষার্থীরা। এসব ছবিতে ফুটে উঠছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস। যেখানে ছিল বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপনের পসরা। তার পরিবর্তে আজ সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রঙ তুলির আঁচড়ে ফুটে তুলেছে কোটা আন্দোলনের শ্লোগানসহ দেশের বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি।
রোববার (১১ আগস্ট) দুপুরে স্কুলের দেয়ালে ক্ষুদে শিল্পীরা গ্রাফিতি আকঁছে।
এছাড়া চট্টগ্রামের বিভিন্নস্থানে শিক্ষার্থীরা মাঠে নেমেছেন ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে। কাজীর দেউড়ি, আগ্রাবাদ, চকবাজার, ষোলশহর, হালিশহর, লালখান বাজার মোড়, প্রবর্তক মোড়, ওয়াসার মোড়সহ জনবহুল এলাকায় তারা যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন।
সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি আইল্যান্ডে লাগাচ্ছেন গাছের চারা। পোস্টার সরানো ও বর্জ্য পরিষ্কারের কাজও করছে শিক্ষার্থীরা।
বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা