19 C
আবহাওয়া
৩:৩০ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » পটিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পটিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পটিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মাহমুদুল করিম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের মনসা বাদামতল এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত মাহমুদুল করিম চট্টগ্রামের বাশঁখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চন্দ্রপুর এলাকার ফজলুল করিমের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাহমুদুল করিম পটিয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মনসা বাদামতল এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে তিনি ট্রাকটির চাকার নিয়ে পড়ে যান। এসময় ট্রাকটির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এসময় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার বলেন, দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মাহমুদুল করিম নিহত হন। আমরা নিহতের মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে এসেছি। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ