17 C
আবহাওয়া
৫:৩৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ৪৩লাখ টাকার মেটাফিটামিনসহ গ্রেপ্তার ১

৪৩লাখ টাকার মেটাফিটামিনসহ গ্রেপ্তার ১

টেকনাফে ১০কোটি টাকার মাদক ক্রিস্টাল আইস উদ্ধার।।রোহিঙ্গা আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা(উত্তর) শাখার সদস্যরা ৪৩লাখ টাকা মূল্যের নতুন মাদক মেটাফিটামিনসহ মো.নুরুল আফসার(৫২) নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার(১০আগস্ট) রাতে এক অভিযানে কোতোয়ালি থানাধীন লালদীঘি পাড় হতে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার(১১আগস্ট) বেলা ১২টায় ডিবি- উত্তর অফিস, মনসুরাবাদ, চট্টগ্রাম এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপরোক্ত তথ্য জানান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(জনসংযোগ কর্মকর্তা )  আরাফাতুল ইসলাম।

৪৩০গ্রাম মেটাফিটামিন যুক্ত নেশা জাতীয় দ্রব্যাদি নিয়ে ধৃত ব্যক্তি বিক্রয়ের জন্য লালদীঘি পাড়ে অবস্থান করছিল বলে পুলিশ কর্মকর্তা জানান।

গ্রেপ্তার হওয়া নুরুল আফসার চকরিয়া থানার ডুলাহাজরা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের শের উল্ল্যার বাড়ির জনৈক মৃত আহমদ কবিরের পুত্র।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ