14 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » শেষ পর্যন্ত মন্ত্রণালয় চসিক মেয়রের আবদার রক্ষা করেনি!

শেষ পর্যন্ত মন্ত্রণালয় চসিক মেয়রের আবদার রক্ষা করেনি!

নিজস্ব আয়বর্ধক প্রকল্প গ্রহণ সময়ের দাবি : চসিক মেয়র

বিএনএ, চটগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রায় ১৩ বছর ধরে কর্মরত বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী সালমা খাতুন। ২০ দিন আগে ১৯ জুন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. সালমা সিদ্দিকা স্বাক্ষরিত এক আদেশে প্রকৌশলী সালমা খাতুনকে হাটহাজারী পৌরসভায় বদলি করে মন্ত্রণালয়।

চসিক সূত্রে জানা যায়,৭ জুলাইয়ের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়। অন্যথায় তিনি ৮ জুলাই তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

কিন্তু মন্ত্রণালয়ের জারি করা বদলি আদেশ বাতিল করে সালমা খাতুনকে চসিকে বহাল রাখার জন্য গত ২৪ জুন মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠান চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এই ডিও লেটারের প্রেক্ষিতে গত ৪ জুলাই প্রশাসনিক কারণে সহকারী প্রকৌশলী সালমা খাতুনের বদলি আদেশ বাতিল করা যাচ্ছে না জানিয়ে চসিক মেয়রকে চিঠি পাঠান মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহমান।

দুদক সূত্রে জানা যায়, কর্মস্থলে সালমার অনিয়মের অভিযোগ গেছে দুদক পর্যন্ত। তদন্ত করে যার প্রাথমিক সত্যতাও পেয়েছে সংস্থাটি। অধিকতর তদন্তের জন্য স্থানীয় সরকার বিভাগের কাছে মতামত চাওয়া হয়েছে। এরপরও চসিক না ছাড়তে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন সালমা।

কোভিডকালীন চসিকের আইসোলেশন সেন্টারের জন্য জরুরি ভিত্তিতে যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট প্রতিবেদনে সহকারী প্রকৌশলী সালমা খাতুনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সরকারের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ করা হয়েছে।

সেখানে বলা হয়- ‘ক্ষমতার অপব্যবহারপূর্বক আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্য বাজারমূল্যের চেয়ে কয়েকগুণ বেশি মূল্যে সরাঞ্জামাদি ক্রয় করে সরকারের আর্থিক ক্ষতিসাধন করেছেন’। এ নিয়ে অধিকতর তদন্ত করছে দুদক। দুদকের চিঠির প্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালককে এ বিষয়ে তদন্তপূর্বক মতামত দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মতামত না দিয়ে উল্টো তাকে চসিকে রাখতে মন্ত্রণালয়ে ডিও লেটার (আধা সরকারি পত্র) দিয়েছেন খোদ সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তবে শেষপর্যন্ত মেয়রের আবদার রক্ষা করেনি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী চসিক ছাড়তে হয়েছে তাকে।

চসিক থেকে বদলি হওয়া অধিকাংশ কর্মকর্তাদের জন্য মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠিয়েছেন চসিক মেয়র। এমনকি মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে গিয়েও এক কর্মকর্তার জন্য কয়েক দফা ডিও লেটার পাঠানো হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।

মন্ত্রণালয়ের সচিবালয় শাখার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘চসিক মেয়রের ডিও লেটার নিয়ে মন্ত্রণালয় বেজায় বিরক্ত। কথায় কথায় যার তার জন্য ডিও লেটার পাঠিয়ে দেন তিনি। এ বিষয়গুলো ভীষণ দৃষ্টিকটু। এর বাইরে বদলির আদেশ যাতে কার্যকর না হয়, সে জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যান চসিকের কর্মকর্তারা। এ বিষয়গুলো প্রশাসনিক বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই নয়।’

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘বদলি হওয়ার পরেও কারোরই চসিকে থাকার সুযোগ নেই। নিয়ম অনুযায়ী তাকে (সালমা খাতুন) ৮ তারিখের ভেতর চলে যেতে হবে এবং তিনি আর চসিকে নেই। যেহেতু মন্ত্রণালয় জানিয়েছেন প্রশাসনিক কারণে বদলি আদেশ বাতিল করা যাচ্ছে না সেহেতু এ কর্মকর্তা চাইলেও আর চসিকে থাকতে পারবেন না। এই বিষয়গুলো আমি এখন কড়াকড়িভাবে দেখবো। দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স অবস্থানে আছি। কাউকে ছাড় দেওয়া হবে না। কেন বদলির পরেও চট্টগ্রাম সিটি করপোরেশন ছাড়তে চান না বদলি হওয়া কর্মকর্তারা। সেটা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। এমনও রেকর্ড আছে চসিক মেয়রের ডিও লেটার কিংবা তদবিরে কাজ না হলে শেষপর্যন্ত আদালতেও গেছেন। অর্থাৎ যেকোনো মূল্যে চেয়ার না ছাড়ার ঘটনা নিত্যদিনকার ঘটনা হয়ে গেছে।

প্রসঙ্গত, ২০১১ সালে পটিয়া পৌরসভা থেকে প্রেষণে তৎকালীন উপ–সহকারী প্রকৌশলী সালমা খাতুনকে চসিকে বদলি করা হয়। পরবর্তীতে ২০২১ সালে তিনি সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি পান। তবে চসিকের সাংগঠনিক কাঠামোতে প্রেষণে আসা কর্মকর্তাদের জন্য সহকারী প্রকৌশলীর কোনো পদ নেই। এরপরও চসিকেই বহাল থাকেন তিনি। উল্টো ২০২৩ সালের ২৪ এপ্রিল তাকে নির্বাহী প্রকৌশলী হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ ছিল চসিকের বিদ্যুৎ বিভাগে। এ বিষয়ে গত ২৯ এপ্রিল স্থানীয় সরকার বিভাগে এ কে এম হেলাল চৌধুরী নামে এক ব্যক্তি লিখিত অভিযোগও জানান।

এ প্রসঙ্গে কথা বলতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিমের কোন বক্তব্য পাওয়া যায়নি।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ