বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে গায়ত্রী চৌধুরী (৩৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার ( ১১ জুলাই ) নগরের কোতোয়ালী থানাধীন জামালখান এলাকায় সিপিডিএল ম্যাজেস্টা বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। নিহত গায়ত্রী স্থানীয় রিটন চৌধুরীর স্ত্রী।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, স্বামীর সাথে ঝগড়া করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গায়ত্রী চৌধুরী। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএনএনিউজ২৪.কম/এনএএম