16 C
আবহাওয়া
১০:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচগাঁওয়ে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১১ জুলাই) রাতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন এতথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আড়াইহাজার থানাধীন নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই জঙ্গি আস্তানায় যায় সিটিটিসি সদস্যরা।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন বলেন, আমাদের অভিযান চলছে। আস্তানায় বিস্ফোরক আছে সন্দেহে আমরা একটি বাড়ি ঘিরে রেখেছি। ঘটনাস্থলে সোয়াট টিম যাচ্ছে।

সিটিটিসির কর্মকর্তারা জানান, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। ইমামতির আড়ালে তিনি বোমা তৈরির একটি কারখানা গড়ে তুলেছেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ