15 C
আবহাওয়া
১০:০৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগর উদ্ধার

বিএনএ, বিশ্ব ডেস্ক : ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকা থেকে ৪৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। এসব অবৈধ অভিবাসী লিবিয়া থেকে ইউরোপ যাত্রা করেছিলেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের জীবিত উদ্ধার করা হয়। এদের মধ্যে সবাই ১৬ থেকে ৫০ বয়সের মধ্যে।

তিউনিসিয়ার নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

তবে উদ্ধারকৃতদের নাম পরিচয় এখনও জানায়নি সংশ্লিষ্টরা।

তিউনিসিয়ান কর্তৃপক্ষ জানায়, গত ৫ জুলাই যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া থেকে উত্তাল সাগর পথে ইউরোপে যাত্রা শুরু করে। যাত্রার তিনদিনের মাথায় জারজিস উপকূল থেকে ৮০ মাইল দূরে ছোট নৌকাটি ভেঙে যায়। পরে সেখানকার একটি জ্বালানি ট্যাংকারে আশ্রয় নেন। খবর পেয়ে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে জারজিস শহরে নিয়ে যায় তিউনিসিয়ার নৌবাহিনী। পরে তাদের বেন গার্ডেন শহরে স্থানান্তরিত করা হয়।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ