বিএনএ, যশোর: যশোরের বেনাপোল সীমান্তের ওপারে আল মামুন (৩০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (১১ জুন) ভোরে ভারতের পেট্রাপোল সীমান্তের কোদলা নদী দিয়ে নাপিতবাড়ি পোস্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আল মামুন বেনাপোল পোর্ট থানার ভবারবের গ্রামের আব্দুল রহিমের ছেলে। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকার লোকজন জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভারতের পেট্রাপোল সীমান্তের কোদলা নদী দিয়ে দুই চোরাকারবারী কয়েকটি পুটলা নিয়ে বেনাপোলের সাদিপুর সীমান্তের নাপিতবাড়ি পোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পেট্রাপোল সীমান্তের বিএসএফ জোয়ানরা চোরাকারবারিদের ধাওয়া করেন। দুইটি ফেনসিডিলের পোটলাসহ আল মামুন নামে এক মাদক কারবারীকে ধরে নিয়ে যায় বিএসএফ। বিএসএফের ধাওয়া খেয়ে অপর এক চোরাকারবারী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পালিয়ে যায়। তবে তার পরিচয় জানা যায়নি।
বেনাপোল চেকপোস্টের বিজিবির এক কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করলেও কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
বিএনএনিউজ/ রেহানা/ বিএম/ হাসনা