21 C
আবহাওয়া
১১:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাস

গাজায় নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাস


বিএনএ, বিশ্ব ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ  যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে  প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪টি।  রাশিয়া ভোট দেওয়া থেকে বিরত ছিল। হামাস নিরাপত্তা পরিষদে পাস হওয়া যুদ্ধবিরতির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ।

হামাস বলছে, আমাদের জনগণের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ এসব বিষয় বাস্তবায়নের জন্য মধ্যস্থতাকারীদের সাথে পরোক্ষ আলোচনায় যুক্ত হওয়ার পাশাপাশি সহযোগিতা করতেও তারা ইচ্ছুক।

গণমাধ্যমের তথ্য মতে, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবে তিনটি পর্যায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম ধাপে বন্দী বিনিময়ের পাশাপাশি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি হবে। দ্বিতীয় ধাপে ‘শত্রুতার স্থায়ীভাবে অবসান’ এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের কথা বলা হয়েছে।

তৃতীয় ধাপে যুদ্ধের কারণে ব্যাপকভাবে ধ্বংস হওয়া গাজার জন্য বহু বছরের পুনর্গঠন পরিকল্পনা রয়েছে।

অবশ্য নিরাপত্তা পরিষদে পাস হওয়া যুদ্ধবিরতির এই প্রস্তাব নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

বিএনএ/ ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ