25 C
আবহাওয়া
১২:৫৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সুইডেনে বন্দুক হামলায় কিশোর নিহত, আহত ৩

সুইডেনে বন্দুক হামলায় কিশোর নিহত, আহত ৩


বিএনএ, বিশ্বডেস্ক : সুইডেনে বন্দুক হামলায় এক কিশোর(১৫ )নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও তিনজন।  স্থানীয় সময় শনিবার স্টকহোমে এ  গোলাগুলির ঘটনা ঘটে। তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করেন। কাছাকাছি অন্য একটি জায়গা থেকে আরও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্টকহোমের পুলিশের মুখপাত্র টোয়ে হ্যাগ বলেন, গোলাগুলিতে যে নিহত হয়েছে সে একজন ১৫ বছর বয়সী কিশোর।

হামলার ঘটনার প্রায় এক ঘণ্টা পর সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সুইডেনে গত কয়েক বছরে গোলাগুলি এবং বোমা হামলার ঘটনা বেড়ে গেছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে ২০২২ সালে ৩৯১টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে ৬২টিই ছিল প্রাণঘাতী।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ