22 C
আবহাওয়া
৫:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » ঈদুল আজহায় ছুটি মিলবে যে কয়দিন

ঈদুল আজহায় ছুটি মিলবে যে কয়দিন

office

বিএনএ, ঢাকা: চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদুল আজহা( কোরবানির ঈদ) উদযাপিত হতে পারে ১৭ জুন (সোমবার)। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে। এই ছুটি চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত।

এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচদিনের ছুটি মিলতে পারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। এরসঙ্গে ঈদের ছুটি শেষে ওই সপ্তাহের দুইদিন বুধ ও বৃহস্পতিবার (১৯ ও ২০ জুন) ছুটি ম্যানেজ করতে পারলে তার সঙ্গে আবারও সাপ্তাহিক ছুটি মিলে তা ৯ দিনে গিয়ে দাঁড়াবে। ১৭ জুন ঈদ হলে ছুটি কাটানো যাবে ১৪ থেকে ২২ জুন পর্যন্ত।

মুসলমানদের বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আজহা তথা কোরবানির ঈদ অন্যতম। রোজার ঈদ তথা ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন। হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ্জ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিন দিন চলে ঈদুল আজহা। এবার ১০ জিলহজ বা কোরবানির ঈদ হতে পারে জুন মাসের ১৬ কিংবা ১৭ তারিখে।

বাংলাদেশে এবার কোরবানির ঈদ কবে ?


সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী জুন মাসের ১৬ তারিখে দেশটিতে পালিত হবে কোরবানির ঈদ। সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত এসব দেশের পরের দিন কোরবানির ঈদ পালন করা হয় বাংলাদেশে। সেই হিসাবে দেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের ১৭ তারিখে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এই তারিখ পরিবর্তন হতে পারে।

বিএনএ / এমএফ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ