30 C
আবহাওয়া
৩:০২ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম চেম্বারের সভাপতি পদে রেকর্ড

চট্টগ্রাম চেম্বারের সভাপতি পদে রেকর্ড

মাহবুবুল আলম

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের টানা পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী এম. আলম গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল আলম। আর সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফপাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।

মঙ্গলবার (১১ মে) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান নুরুন নেওয়াজ সেলিমের তত্ত্বাবধানে সভায় সভাপতিত্ব করেন পরিচালক এ কে এম আক্তার হোসেন। এ সময় নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্য সরওয়ার হোসেন জামিল ও মো. ওয়াহিদ আলম উপস্থিত ছিলেন।

নতুন নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম ২০১৩-১৪, ২০১৫-১৬, ২০১৭-১৮ ও ২০১৯-২০ মেয়াদে চট্টগ্রাম চেম্বারের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

বিনা ভোটে চট্টগ্রাম চেম্বারের নির্বাচিত পরিচালকরা হলেন- এ.এস. শিপিং লাইন্সের স্বত্বাধিকারী মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), আর.এস.বি. ইন্ডাষ্ট্রিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাশ, গোল্ডেন কন্টেইনার্স লিমিটেডের পরিচালক বেনাজির চৌধুরী নিশান, ম্যাফ সুজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসনাত মোহাম্মদ আবু ওবাইদা, সিপিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার হোসেন, কেএসআরএম স্টীল প্ল্যান্ট লিমিটেডের পরিচালক মো. শাহরিয়ার জাহান, পাওয়ারবাংলা কর্পোরেশনের স্বত্বাধিকারী নাজমুল করিম চৌধুরী শারুন, গোগ্রীন পেপার কাপ ইন্ডাষ্ট্রির ব্যবস্থাপনা পার্টনার এস. এম. তাসিন জোনায়েদ, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবীব, বেঞ্চমার্ক এ্যাপারেলস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা ফৌজুল আলেফ খান, সুপার সিলিকা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজির আহমেদ, সিলভার সিন্ডিকেটের স্বত্বাধিকারী এ. কে. এম. আক্তার হোসেন, জে. এন. শিপিং লাইন্সের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম চৌধুরী, নাহার পোল্ট্রির স্বত্বাধিকারী মো. রকিবুর রহমান, ফ্যাশন ওয়াচ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, ইলেক্ট্রো ট্যাবের স্বত্বাধিকারী তানভীর মোস্তফা চৌধুরী, ফয়সাল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. ইফতেখার ফয়সাল, এফ. এ. ট্রেডিং এর স্বত্বাধিকারী মোহাম্মদ আদনানুল ইসলাম, এন. আলম মৎস্য খামারের স্বত্বাধিকারী মোহাম্মদ নাসিরুল আলম, ইসলাম মোটরস্ লিমিটেডের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ও পোর্টল্যান্ড অটোসের স্বত্বাধিকারী মো. ওমর ফারুক।

প্রসঙ্গত, গত রোববার (৯ মে) ছিল চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন ২৪ পরিচালক পদের বিপরীতে মাত্র ২৪টি মনোনয়নপত্র জমা পড়ে।

দেশের দ্বিতীয় বৃহত্তম এ বাণিজ্য সংগঠন পরিচালনা করেন ৪ ক্যাটাগরির ২৪ জন পরিচালক। এর মধ্যে অর্ডিনারি গ্রুপের ১২ জন, অ্যাসোসিয়েট ক্লাসের ৬ জন, টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের ৩ জন এবং ট্রেড গ্রুপের ৩ জন পরিচালক। এদের মধ্য থেকে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও একজন সহ-সভাপতির সমন্বয়ে নির্বাচিত হয় চেম্বার প্রেসিডিয়াম।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ