বিএনএ, চট্টগ্রাম: চবি এলামনাই এসোসিয়েশনের ফজলুল হককে সভাপতি ও মুতাসিম বিল্লাহ ফারুকীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ১১ টায় চট্টগ্রাম ক্লাবে এক সাধারণ সভার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়। এই সাধারণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর প্রথম সাবেক ভিপি, বীরমুক্তিযোদ্ধা এ এস এম শামসুজ্জামান হীরা।
সভায় সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা এস.এম. ফজলুল হককে সভাপতি ও বিসিএস ট্যাক্স একাডেমীর মহাপরিচালক ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে সাধারণ সম্পাদক করা হয়।
এলামনাই এসোসিয়েশনের এই কমিটিতে এ এস এম শামসুজ্জামান হীরা, মজহারুল হক শাহ্ চৌধুরী, সিরাজ উদ্দিন মিয়া, স ম নজরুল ইসলাম, একরামুল করিম, চাকসু’র সাবেক ভিপি জসিম উদ্দিন সরকারকে সহ-সভাপতি, মোস্তফা কামাল উদ্দিন, মো. মহিউদ্দিন বাদল, খন্দকার রেজাউল করিমকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ রেজাউল করিমকে সাংগঠনিক সম্পাদক, মো. নাসির উদ্দিন চৌধুরীকে কোষাধ্যক্ষ, সাংবাদিক সালাউদ্দিন মোহাম্মদ রেজাকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাইফুদ্দিন আহম্মদ সাকিকে দপ্তর সম্পাদক করে ৬১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এছাড়া কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, উপ-উপাচার্য ড. শামীম উদ্দিন খান, প্রফেসর ড. আরিফ মঈনুদ্দিন, প্রফেসর ড. তোফায়েল আহম্মদ, লায়ন মো. আসলাম চৌধুরীকে উপদেষ্টা করা হয়।
সাধারণ সভায় বক্তব্য রাখেন-প্রফেসর ড. তোফায়েল আহম্মদ, চাকসু’র সাবেক ভিপি এস.এম ফজলুল হক, মজহারুল হক শাহ্ চৌধুরী, রাজনীতিবদ একরামুল করিম, সাবেক ভিপি জসিম উদ্দিন সরকার, সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া ও প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এই কমিটি গোষ্ঠি স্বার্থ ও সংর্কীণতা পরিহার করে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি ভ্রাতৃত্বমূলক সর্ম্পক গড়ে তুলবে। একে অপরের মধ্যে সুর্স্পক বজায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিশ্বদরবারে তুলে ধরবে।
বিএনএনিউজ/নাবিদ