28 C
আবহাওয়া
৯:২৮ অপরাহ্ণ - মে ৩, ২০২৫
Bnanews24.com
Home » বন্যহাতি হত্যা: দুই জনকে আসামি করে বন বিভাগের মামলা

বন্যহাতি হত্যা: দুই জনকে আসামি করে বন বিভাগের মামলা

বন্যহাতি হত্যা: দুই জনকে আসামি করে বন বিভাগের মামলা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি বন্যহাতিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাঁশখালী থানায় এই মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী হয়েছেন চেচুরিয়া ফরেস্ট অফিসের বিট অফিসার আলমগীর হোসেন। এজাহারে আসামি করা হয়েছে- বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব চেচুরিয়া এলাকার আলী হোসেনের ছেলে সারোয়ার হোসেন (৪৮) ও মো. জাফরকে (৫২)। এছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫ থেকে ১৮ জনকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সরোয়ার হোসেন ও মো. জাফর সরল ইউনিয়নের জঙ্গল পাইরাং এলাকার ধমধমার মোড় পাহাড়ি এলাকার সরোয়ার হোসেনের লিচু বাগানে আরও দুই অজ্ঞাতনামা সহযোগীকে নিয়ে গত ৬ এপ্রিল একটি বন্যহাতিকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এবং বুকে মারাত্মকভাবে আঘাত করে। এই আঘাতের কারণেই হাতিটির মৃত্যু হয়। পরবর্তীতে আসামিরা মৃত হাতিটির দাঁত ও নখ নিয়ে যায়।

পরে ময়নাতদন্ত শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী নিশ্চিত করেছেন যে, হাতিটিকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। এই ঘটনায় আনুমানিক ৪০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৬ (১) এবং (২) ধারায় মামলাটি রুজু করা হয়েছে, যা একটি শাস্তিযোগ্য অপরাধ।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রেঞ্জার মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আমরা দুজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছি। হাতি হত্যার ঘটনার তদন্তে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ