28 C
আবহাওয়া
১২:০২ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » বগুড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত

বগুড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত

সড়ক দুর্ঘটনায় প্রাণ

বিএনএ, বগুড়া : বগুড়ার কাহালু উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর আলম (৫৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার ভাবরা এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নুর আলম বগুড়া কাহালু উপজেলার শিখর বিবির পুকুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে দরগারহাট এলাকা থেকে অটোরিকশা চালিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন নুর আলম। পথে ভাবরা নামক স্থানে পৌঁছালে একটি বাস তার অটোরিকশাকে ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কাহালু থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ