বিএনএ, বিশ্বডেস্ক : নিউইয়র্ক সিটির বিখ্যাত হাডসন নদীতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।ৱ।
ওই হেলিকপ্টারে স্পেনের পাঁচজন নাগরিকের পাশাপাশি ষষ্ঠ আরোহী ছিলেন পাইলট।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ম্যানহাটনের ডাউন টাউন স্কাই পোর্ট থেকে স্থানীয় সময় দুপুর ২টা ৫৯ মিনিটে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করে। স্থানীয় সময় বেলা ৩টি ১৭ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে খবর পৌঁছায় যে, হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে আরোহীদের উদ্ধারে ডুবুরিরা অভিযান শুরু করে বলে জানিয়েছে নিউইয়র্ক ফায়ার সার্ভিস।
নিউইয়র্ক ফায়ার সার্ভিসের কমিশনার রবার্ট টাকার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডুবুরিরা নদীতে নেমে যায়। ছয়জনের মধ্যে চারজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরাও মারা যান।’
ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটি আকাশ থেকে উল্টে পড়ে এবং তারপর হাডসন নদীতে পড়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, নিউ জার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হেলিকপ্টারটি প্রায় ১৬ মিনিট ধরে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়।
বিএনএনিউজ/এইচ.এম।