32 C
আবহাওয়া
৯:৩৮ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৫
Bnanews24.com
Home » ঈদের নামাযে দেশ জাতি ও ফিলিস্তিনের কল্যাণ কামনায় দোয়া

ঈদের নামাযে দেশ জাতি ও ফিলিস্তিনের কল্যাণ কামনায় দোয়া


বিএনএ, ঢাকা: ঈদের নামাযে দেশ জাতি ও ফিলিস্তিনের কল্যাণ কামনায় দোয়া করা হয়েছে।জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টা ২২ মিনিটে শুরু হয় ঈদের প্রথম জামাতের মোনাজাত। ১২ মিনিটব্যাপী চলা মোনাজাতে মহান আল্লাহর দরবারে দু‘হাত তুলে দোয়া করেন ছোট বড় সব বয়সি মুসল্লি।মোনাজাত করান বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।মোনাজাতে দেশবাসীর কল্যাণ ও সুস্থতা কামনা করা হয়।

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ শেষে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের জন্য সহযোগিতা কামনা করা হয়।

এ জামাত ছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হওয়ার কথা। সেগুলো হলো- সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিট। প্রত্যেক নির্ধারিত ইমামগণ নামাজ পড়াবেন বলে আগেই জানানো হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ