27 C
আবহাওয়া
৯:৫১ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » উপাধ্যক্ষ সাইফুরকে হত্যায় অভিযুক্ত দম্পতি গ্রেপ্তার

উপাধ্যক্ষ সাইফুরকে হত্যায় অভিযুক্ত দম্পতি গ্রেপ্তার


বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তরখানে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান ভুঁইয়া (৫০) হত্যায় অভিযুক্ত রুপা ও নাজিম দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএমপির উত্তরখান থানা পুলিশ।

উত্তরখান থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষযটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উত্তরখান থানার পুরান পাড়া এলাকায় ভাড়া বাসায় খুন হন হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ সাইফুর রহমান ভুঁইয়া। ওই ফ্ল্যাটে কয়েকদিন আগে রুপা ও নাজিম নামের এ দম্পতি ওঠেন। এরপর সোমবার ভোরে তারাই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। তারা ঢাকা থেকে পালিয়ে ফরিদপুরে আত্মগোপন করেন। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার (১২ মার্চ) আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান।

এর আগে উত্তরখানের পুরানপাড়া বাথানের শাহী শাহনেওয়াজের বাড়ির চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে সোমবার (১০ মার্চ) ভোরে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার ঘটনা ঘটে। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ