28 C
আবহাওয়া
৮:১৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৫
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকায় বাস উল্টে নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় বাস উল্টে নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় বাস উল্টে নিহত ১২

বিএনএ, বিশ্ব ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বাস উল্টে অন্তত ১২ জন নিহত এবং আরো বহু মানুষ আহত হয়েছে। দেশটির প্রধান বিমানবন্দরের কাছে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে শহর কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছে। একুরহুলেনি শহরের পরিবহন কর্মকর্তা আন্দিলে মেংগওভু বলেন, ‘আমরা বাকরুদ্ধ। এটি এক ভয়াবহ বিপর্যয়।’

প্রতিবেদন অনুসারে, কর্মস্থলের পথে ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি জোহানেসবার্গের ওআর ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ব্যস্ত সড়কে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এতে বিমানবন্দরের সংযোগ সড়ক বন্ধ হয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে বাসটিকে এক পাশে কাত হয়ে পড়ে থাকতে দেখা গেছে।

দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী নিউজরুম আফ্রিকা টেলিভিশনকে জানান, বাসটি সম্ভবত অতিরিক্ত গতিতে চলছিল।

এএফপি বলছে, উন্নত সড়ক নেটওয়ার্ক থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকায় উচ্চমাট্রে সড়ক দুর্ঘটনা ঘটে, যা সাধারণত অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা, অযোগ্য যানবাহন ও সিটবেল্ট না পরার কারণে ঘটে থাকে।

এর আগে সোমবার জোহানেসবার্গের পূর্বে একুরহুলেনির কাছে দুটি গাড়ির সংঘর্ষে চার স্কুলশিক্ষার্থী নিহত ও পাঁচজন আহত হয়। তার আগে গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় প্রদেশ কোয়াজুলু-নাটালে ৮২ আসনের একটি বাস খাদে পড়ে গেলে অন্তত ৯ জন নিহত হয়, যাদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও ছিল। বাসটি গির্জা থেকে ফেরার পথে যাত্রী বহন করছিল।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ