বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধ দুজন হলেন- নাসরিন আক্তার (৩২) ও তার ছেলে আবদুল্লাহ আল তায়িফ (৩)।
সোমবার (১০ মার্চ) রাত ১০টার দিকে নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন তিন নম্বর গলির হোসেন মঞ্জিল নামের এক ভবনে এ ঘটনা ঘটে।
ফায়ার ব্রিগেডের কর্মীরা জানান, ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা নাসরিন নামে এক নারী ও তার তিন বছর বয়সী ছেলে অগ্নিদগ্ধ হয়। পরে ভবনের লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। তারা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা গিয়ে পরিদর্শন করেছেন । তদন্ত করে দেখা হচ্ছে ।
বিএনএনিউজ/নাবিদ/শাম্মী