24 C
আবহাওয়া
৮:০৯ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ব্রাজিলে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ২ হাজার ছাড়ালো

ব্রাজিলে প্রথমবারের মতো করোনায় মৃত্যু ২ হাজার ছাড়ালো


বিএনএ ডেস্ক:ব্রাজিলে প্রথমবারের মতো করোনায় দৈনন্দিন মৃত্যু দুই হাজার ছাড়ালো। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

করোনায় মৃত্যুর তালিকায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, করোনার আরও বেশি সংক্রামক রূপগুলোর মাধ্যমে ব্রাজিলে সংক্রমণ হার আরও ভয়াবহ দিকে যেতে পারে।

অবশ্য প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এসব সতর্কবার্তাকে কানেই তুলছেন না। তিন বরং করোনার সংক্রমণ নিয়ে জনগণকে ঘেনঘেন করা বন্ধের আহ্বান জানিয়েছেন।

দেশটির প্রাক্তন নেতা লুইজ লুলা ডি সিলভা বুধবার প্রেসিডেন্ট বোলসোনারোর তীব্র সমালোচনা করেছেন। তার মতে, প্রেসিডেন্টের ‘বেকুবি’ সিদ্ধান্তের কারণেই দেশের পরিস্থিতির অবনতি ঘটছে।

বুধবার ব্রাজিলে ২৪ ঘণ্টায় ৭৯ হাজার ৮৭৬ জনের সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছে। দেশটিতে এক দিনে সর্বোচ্চ সংক্রমণের তৃতীয় রেকর্ড এটি। একই দিন মারা গেছে দুই হাজার ২৮৬ জন আক্রান্ত।

ব্রাজিলের শীর্ষ জনস্বাস্থ্য কেন্দ্র ফিওক্রাজ জানিয়েছে, রিও ডি জেনেরিওসহ ১৫টি রাজ্যের রাজধানীতে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ৯০ শতাংশের বেশি বিছানা পূর্ণ হয়ে গেছে। রাজধানী ব্রাসিলিয়াতে আইসিইউগুলো পূর্ণ হয়ে গেছে।

Loading


শিরোনাম বিএনএ