বিএনএ, নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা থেকে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ শহর ও পূর্বধলা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুকান্ত চন্দ্র সরকার রঞ্জন (৪২), উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সায়েম এম রিয়াদ (২৩), উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজিবর (৪৪) ও উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসমত উল্লাহ (৩৫)।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে ময়মনসিংহ বিভাগীয় শহরের মৃত্যুঞ্জয় স্কুলের পাশে একটি বাসা থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সায়েম এম রিয়াদ ও যুবলীগ নেতা মিজানুর রহমান মজিবরকে আটক করা হয়।
একই রাতে পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সুকান্ত চন্দ্র সরকার রঞ্জন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসমত উল্লাহকে গ্রেপ্তার করে পূর্বধলা থানা পুলিশ।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, এই ৪ জন সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলার আসামি। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিএনএনিউজ / আরএস/শাম্মী