বিএনএ: ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। উভয় দেশের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছেন আল জাজিরা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) আল জাজিরা জানায়, তুরস্কে ২০ হাজার ৬৬৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর সিরিয়ায় নিহতের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৫০০ জনে।
জাতিসংঘ বলেছে, ভূমিকম্পের পরে সিরিয়ায় ৫০ লাখের বেশি মানুষ গৃহহীন হতে পারে। এখন তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৯ লাখ মানুষের জরুরী গরম খাবারের প্রয়োজন।
শক্তিশালী ভূমিকম্পের পার হয়ে গেছে পাঁচদিন। সময়ের সাথে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ক্ষতিগ্রস্ত এলাকায় এখন জীবিত উদ্ধারের আশা একেবারেই কমে এসেছে। তবু তীব্র শীতের মধ্যে স্বজনদের একটু অপেক্ষা, যদি জীবিত অবস্থায় সন্ধান পাওয়া যায় পরিবারের সদস্যদের।
মৃত্যুর হিসাবে ১৯৯৯ সালের ইস্তাম্বুল ভূমিকম্পকে ছাড়িয়ে গেছে এবারের ভূমিকম্প। ইস্তাম্বুলে সেসময় ভূমিকম্পে প্রাণ হারান ১৭ হাজার ১২৭ জন।
তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ তুরস্কের ভূমিকম্প এলাকা থেকে প্রায় ৯৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তায় প্রায় ১ লাখ ৬৬ হাজার লোক জড়িত রয়েছেন।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জানিয়েছে, উত্তর-পশ্চিম সিরিয়ায় ৯০ ভাগ মানুষ সাহায্যের ওপর নির্ভরশীল, খাদ্যের মজুত সেখানে দ্রুত ফুরিয়ে আসছে।
বিএনএনিউজ/এ আর