21 C
আবহাওয়া
৮:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে সাত ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামে সাত ডাকাত গ্রেপ্তার

গ্রেপ্তার-২

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে দেশিয় অস্ত্রসহ ডাকাত ও ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে  গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১০ ফেব্রূযারি ) গভীর রাতে নগরীর ডবলমুরিং,আকবরশাহ ও হালিশহর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো.হাসান মাহমুদ (৪০), মো.আনোয়ার হোসেন সোহাগ (৩৫), মো.আব্দুল মতিন (৫০), মিদুল ইসলাম হামজা (২২), সুমন আল হাসান প্রকাশ মো.সুমন (২৬), মো. রনা (৩০) ও মো. বাবলু প্রকাশ বাবুল (২৭)।

তাদের কাছ থেকে তিনটি স্টিলের টিপ ছোরা, ১৪টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল, একটি মানিব্যাগ ও ছিনতাইকৃত নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি আবুল কাসেম ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকেদেওয়ানহাট মোড়ের পোস্তার পাড় জামে মসজিদের সামনে থেকে ডাকাতি করার উদ্দেশ্যে দেশিয় অস্ত্রসহ অবস্থান করার সংবাদের ভিত্তিতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যানুযায়ী রাতেই আকবরশাহ ও হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে এ  চক্রের আরও ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।ছিনতাইকারীরা ঢাকা, নোয়াখালী, লক্ষীপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে এসে ডাকাতি ও ছিনতাই করে আসছে বলে তিনি জানান।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হয়।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ