বিএনএ ডেস্ক : নির্বাচন কমিশন গঠনে স্বশরীরে বা অনলাইনে নাম জমা দেয়ার সময় শেষ হয়েছে। সার্চ কমিটির বেঁধে দেয়া সময় অনুযায়ী বিকাল ৫টা পর্যন্ত নাম জমা নেয়া হয়। দলীয় ও ব্যক্তিগত পর্যায়ে যোগ্য সবাইকে নাম প্রস্তাব করার সুযোগ দেয়া হয়। নিবন্ধিত রাজনৈতিক দলগুলো সর্বোচ্চ ১০ জনের নাম প্রস্তাব করতে পেরেছেন।
এদিকে, ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাবের জন্য, শনি ও রোববার তিন দফায় বিশিষ্ট নাগরিকদের পরামর্শ নিবে সার্চ কমিটি। এরই মধ্যে ৬০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ।
বিএনএ/ ওজি