24 C
আবহাওয়া
১২:৫৯ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » লস অ্যাঞ্জেলেসে দাবানলে ১২ হাজার স্থাপনা বিধ্বস্ত, নিহত ১১

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ১২ হাজার স্থাপনা বিধ্বস্ত, নিহত ১১


বিএনএ, বিশ্বডেস্ক : লস অ্যাঞ্জেলেস এলাকায় ছড়িয়ে পড়া দাবানলে ১১ জনের মৃত্যু হয়েছে। সঙ্গে ধ্বংস হয়ে গেছে প্রায় ১২ হাজার ভবন। এতে বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। এছাড়া সান ফ্রান্সিসকোর চেয়েও বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী দাবানলের শিখা।

শক্তিশালী সান্তা আনা বাতাসের কারণে গত মঙ্গলবার দাবানলটি শুরু হয়ে এটি বৃহস্পতিবার দুর্বল হয়ে পড়েছিল। পূর্বাভাসকারীরা সতর্কতা জারি করলেও এই সপ্তাহান্তের শেষের দিকে বাতাস আবার বাড়তে পারে।

শহর ও কাউন্টি কর্মকর্তারা শুক্রবার (১০ জানুয়ারি) জানিয়েছেন, তারা প্যালিসেডে আগুন ৮ শতাংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। কিন্তু, আলতাডেনার আগুন মাত্র ৩ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

অল অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল পরীক্ষকের কার্যালয়ের তথ্যমতে অন্তত ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসহ হতাহতের মধ্যে উপকূলে প্যালিসেডস ফায়ারে পাঁচজন এবং ইটন ফায়ার ইনল্যান্ডে ছয়জন নিহত হয়েছেন।

যদিও সঠিক আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বেসরকারি সংস্থা অ্যাকুওয়েদার ধারণা দিয়েছে যে, ক্ষতির পরিমাণ ১৩৫ কোটি থেকে ১৫০ কোটি ডলার হতে পারে। সরকারি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনে সরকারি পরিসংখ্যান দেয়নি।

এই দাবানলে বাড়ি, আবাসিক ও বাণিজ্যিক ভবন, চার্চ ও মসজিদ ধ্বংস হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ