20.7 C
আবহাওয়া
৬:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আসিয়ান দূতের সাথে মিয়ানমার নেতার সাক্ষাত

আসিয়ান দূতের সাথে মিয়ানমার নেতার সাক্ষাত


বিএনএ, বিশ্বডেস্ক : মিয়ানমারের নেতা অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) এর বিশেষ দূতের সাথে সাক্ষাত করেছেন। এ আঞ্চলিক জোট দেশটির জাতিগত সংঘাতের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা চালাচ্ছে।

সেনাপ্রধান মিন অং হাইং বুধবার রাজধানী নেপিদোতে আসিয়ানের বিশেষ দূত অ্যালোনকিও কিত্তিখাউনের সাথে সাক্ষাত করেন।

বিশ্লেষকদের মতে, গত বছর মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি সশস্ত্র জোট ব্যাপক হামলা চালানোর পর দেশটির জান্তা সরকারকে এখন পর্যন্ত বড় হুমকি মোকাবেলা করতে হচ্ছে। জাতিগত বিভিন্ন গ্রুপের সম্বনয়ে এ জোট গঠিত হয়। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মধ্যদিয়ে জান্তা দেশটির ক্ষমতা দখল করে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদপত্র দ্য নিউ গ্লোবাল লাইট অব মিয়ানমার জানায়, তারা মিয়ানমারের ‘শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ব্যাপারে সরকারের প্রচেষ্টা’ নিয়ে আলোচনা করেন।

আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে তাদের মধ্যে এ আলোচনা হলো। এ মাসের শেষের দিকে লাওসে পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

আসিয়ান এখন পর্যন্ত সদস্য দেশ মিয়ানমারের দীর্ঘদিনের এ সংঘাত সমাধানে যথেষ্ট ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

 

বিএনএনিউজ.এইচ.এম /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ