বিএনএ, ঢাকা : সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ চলতি মাসের শেষের দিকে ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তার এই বাংলাদেশ সফর বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।
তার এ সফরে ঢাকা ও বেলগ্রেডের মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাবিহীন যাতায়াত তথা ভিসা অব্যাহতি এবং দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বিষয়ে দুটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী ২৭ জানুয়ারি দুই দিনের সফরে সার্বিয়ান পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর করার কথা রয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সার্বিয়া সফরের ফিরতি সফর হিসেবে তিনি আসবেন। গত বছরের অক্টোবরের মাঝামাঝিতে সার্বিয়া সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
বিএনএনিউজ/এইচ.এম।