22 C
আবহাওয়া
১:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » ‘৯৯৯’-এ স্ত্রীর ফোন, লিফট থেকে স্বামী উদ্ধার

‘৯৯৯’-এ স্ত্রীর ফোন, লিফট থেকে স্বামী উদ্ধার

৯৯৯

বিএনএ, ঢাকা : জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে স্ত্রীর ফোন কলে রাজধানীর নিকুঞ্জে একটি বহুতল ভবনের লিফটে আটকে পড়া স্বামীকে উদ্ধার করেছে ঢাকার কুর্মিটোলা ফায়ার সার্ভিস।

সোমবার (১১ জানুয়ারি) সকালে নিকুঞ্জের ২০ নম্বর সড়কের একটি ভবন থেকে আতিকুর রহমান (৩১) নামের ওই যুবককে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

৯৯৯  থেকে জানানো হয়,  জান্নাতুল নামের একজন নারী নিকুঞ্জ এলাকা থেকে কান্নাজড়িত এবং উদ্বিগ্ন স্বরে ফোনে ৯৯৯ কে জানান, সকাল সোয়া ৮টায় অফিসে যাওয়ার পথে বিদ্যুৎ চলে গেলে তার স্বামী বাসার লিফটে আটকে পড়েন। ইতোমধ্যে ১৫ মিনিট হয়ে গেছে। তারা লিফটের চাবি দিয়ে খোলার অনেক চেষ্টা করেও পারেন নি। লিফটের ভেতর থেকে তার স্বামীর আতঙ্কিত চিৎকার শোনা যাচ্ছিল। কোনো উপায় না পেয়ে তিনি ৯৯৯ এ ফোন করেন।

৯৯৯ তাৎক্ষণিক কলারের সঙ্গে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের বলিয়ে দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একট দল দ্রæত ঘটনাস্থলে যায়।

কুর্মিটোলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার শহীদুল ইসলাম ৯৯৯ কে জানান, তারা হাইড্রলিক স্প্রেডার দিয়ে সাত তলা ভবনের অচল লিফটের দরজা খুলতে সক্ষম হন। লিফট থেকে তারা আতিকুরকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন।

বিএনএনিউজ/এসকেকে/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ