36 C
আবহাওয়া
১২:৩৯ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জাপানে তুষারপাতে প্রাণ গেল ১১ জনের

জাপানে তুষারপাতে প্রাণ গেল ১১ জনের

জাপানে তুষারপাত

বিএনএ, বিশ্বডেস্ক : জাপানে ব্যাপক তুষারপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২শ ২৬ জন। গত চারদিনের টানা তুষারপাতে বরফে ঢেকে গেছে জাপান সাগর উপকূল। তুষারপাতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

বছরের এ সময়ের গড় হিসাবে হোকুরিকু অঞ্চল ও নিগাতা প্রিফেকচারে যে পরিমাণ তুষারপাত হবে বলে ধারণা করা হয়েছিল তার দ্বিগুণ হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

আবহওয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এনএইচকের প্রতিবেদন বলা হয়েছে, সোমবার সারাদিন ধরে জাপান সাগরের উপকূলীয় অঞ্চল বরাবর ভারি তুষারপাত অব্যাহত রয়েছে।

শক্তিশালী শীতকালীন নিম্নচাপ ও অত্যন্ত শীতল বায়ুর একটি ধারার সম্মিলনে হোকুরিকু অঞ্চল ও নিগাতা প্রিফেকচারে ব্যাপক তুষারপাত হচ্ছে বলে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে।

সোমবার স্থানীয় সময় ভোর ৫টায় তোয়ামা সিটিতে ১২০ সেন্টিমিটার, ফুকুই সিটিতে ১০০ সেন্টিমিটার ও নিগাতা সিটিতে ৬৩ সেন্টিমিটার তুষারপাত হয়েছে বলে এনএইচকে জানিয়েছে।

খবরে বলা হচ্ছে, চারদিনের টানা তুষারপাতে বিপর্যস্ত জাপানের ফুকুই, নিগাতা এবং টোইয়ামা প্রদেশ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে তুষারঝড়ের কারণে জাপান সাগর উপকূলীয় অঞ্চল বরফে পুরো ঢেকে গেছে। নিগাতা প্রদেশের জোয়েতসু শহরে ১৮৭ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়। কোথাও কোথাও ৩ মিটার পর্যন্তও বরফ পড়েছে।

ফুকুই প্রদেশের সাকাই অঞ্চলের কাছে হোকুরিকু মহাসড়কে আটকা পড়েছে হাজারের বেশি গাড়ি। এছাড়া টোয়ামা প্রদেশের টোকাই-হোকুরিকু সড়কে ২শ এবং নিগাতা প্রদেশের আরেকটি মহাসড়কে আড়াইশ গাড়ি আটকা পড়েছে। তাদের উদ্ধারে জরুরি কর্মীদের সহায়তা চেয়েছে তিন প্রদেশের স্থানীয় প্রশাসন।

এছাড়া ইশিকাওয়া প্রদেশের ওয়াজিমা, টোয়ামা প্রদেশের হিমি এবং টোট্টোরি প্রদেশের সাকাইমিনাতো শহরে অন্যান্য যেকোন বছরের চেয়ে ৭ গুণ বেশি তুষারপাত হয়েছে। নিহতদের অনেকেই গাড়িতে আটকা পড়ে ঠাণ্ডায় জমে মারা গেছেন। এছাড়া বরফ পরিষ্কার করার সময় আঘাত পেয়েও মৃত্যু হয় কয়েকজনের।

এদিকে, স্পেনের মাদ্রিদে তুষারপাতের কারণে বিভিন্ন সড়কে আটকা পড়েছেন সহস্রাধিক মানুষ। প্রায় ৭শটি সড়ক থেকে বরফ পরিষ্কার করতে কাজ করছে সেনাবাহিনী। সোমবার রাতে তাপমাত্রা কমে মাইনাস ৮ ডিগ্রী সেলসিয়াস হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ