19 C
আবহাওয়া
১:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১২, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে ভুয়া সেনা সদস্য আটক

ফেনীতে ভুয়া সেনা সদস্য আটক


বিএনএ, ফেনী : ফেনীতে মো. নাজমুল হাসান (২৫) নামে এক ভুয়া সেনা সদস্য আটক করেছে যৌথবাহিনী। সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে মহিপাল সার্কিট হাউজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি চুয়াডাঙ্গার জীবন নগর থানার কাটাফুল গ্রামের মো. মিলন আলীর ছেলে।

সেনাবাহিনীর অফিসার লে. ফাতিন ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সার্কিট হাউজ এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এসময় ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ তল্লাশি করলে সেনা পোশাক, কমব্যাট টাওজার, কমব্যাট ক্যাপ, সেনা পোশাক পরিহিত ৩টি পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সম্বলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন পত্র, নাগরিগকত্ব সনদ, সেনাবাহিনীর প্রচ্ছদের ছবি লাগানো মোবাইল ও সিম কার্ড পাওয়া যায়। তাকে রাতে ফেনী মডেল থানায হস্তান্তর করা হয়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মর্ম সিংহ ত্রিপুরা জানান, ফেনীর মহিপালের সার্কিট রোড় এলাকায় সেনাবাহিনীর পরিচয়ে ঘুরাফেরা করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় একটি ব্যাগসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ