17 C
আবহাওয়া
১২:০০ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » কালুরঘাটে জুয়া খেলার সময় গ্রেপ্তার ১১

কালুরঘাটে জুয়া খেলার সময় গ্রেপ্তার ১১

কালুরঘাটে জুয়া খেলার সময় গ্রেপ্তার ১১

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫২টি তাস, জুয়া বোর্ড থেকে পাওয়া ১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় কালুরঘাট ব্রিজের পাশে একটি ভাড়া ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে কালুরঘাট ব্রিজের পাশে একটি ভাড়াঘর থেকে জুয়া খেলা অবস্থায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৫২টি তাস, জুয়া বোর্ড থেকে পাওয়া ১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপি অর্ডিন্যান্সের ৯৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ