বিশ্বডেস্ক: ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধে খান ইউনিসের ওপর ইসরায়েলি হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিন সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রবিবার(১০ ডিসেম্বর) সকালে ইসরায়েলি বিমান হামলায় একটি বাড়ির অন্তত ১০ ফিলিস্তিনি সদস্য নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে।
তাছাড়া বিশ্বের সবচেয়ে জনসংখ্যাবহুল এলাকা গাজা উপত্যাকার শহর খান ইউনিসের পশ্চিমে ধ্বংসস্তূপের নিচে বিপুল সংখ্যক মানুষ চাপা পড়ে নিখোঁজ রয়েছেন।
শহরটিতে এখন উত্তর গাজায় ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধে বাস্তুচ্যুত কয়েক লাখ ফিলিস্তিনিকে আশ্রয় নিয়েছে।
দখলদার ইহুদি সেনাবাহিনী উত্তর গাজা থেকে অস্ত্রের মুখে, বিমান হামলা করে লোকজনকে দক্ষিণ গাজার দিকে পালিয়ে যেতে বাধ্য করছে। দক্ষিণ গাজায়ও শরণার্থী শিবির, স্কুল, হাসপাতাল লক্ষ্য করে ইসরাইলী হামলা অব্যাহত রয়েছে।
অধিকৃত পশ্চিম তীরে রাতাভর ইসরায়েলি অভিযান, গ্রেপ্তার
আল জাজিরার খবরে রবিবার(১০ ডিসেম্বর) বলা হয়, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে প্রতি রাতেই ফিলিস্তিনিদের বাড়ি বাড়ি ও প্রতিষ্ঠানে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলি সেনারা উত্তর অধিকৃত পশ্চিম তীরের তুবাসে অভিযান চালানোর সময় যুদ্ধের খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী শহরের দক্ষিণ প্রবেশদ্বার বন্ধ করে দুটি বাড়ি থেকে একসাথে ১১ জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
ইসরায়েলি বাহিনী হেবরনের দক্ষিণাঞ্চলে “লাইসেন্সবিহীন” যানবাহন জব্দ করতে অভিযান চালিয়েছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের মতে, অ্যাড-ধাহিরিয়াতেও অভিযান চালানো হয়েছে, যেখানে ইসরাইলী সৈন্যদের হামলায় দুইজন ফিলিস্তিনি আহত হয়েছে।
তাছাড়া বেথলেহেমের আইদা ক্যাম্প, নাবলুসের পূর্বে আসকার ক্যাম্প এবং জেরুজালেমের উত্তরে কালান্দিয়া ক্যাম্প সহ অসংখ্য শরণার্থী শিবিরে অভিযান চালানো হয় এবং এসব অসংখ্য ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
আসকার ও আসিরা আশ-শামালিয়ায় ইসরায়েলি বাহিনীর হাতে তিন ফিলিস্তিনি আহত হয়েছে এবং নাবলুস শহরে একজন ফিলিস্তিনি মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। রামাল্লা জেলায় কাফর নিমা ও বুদ্রাসে অভিযান চালানো হয়।
গাজা-ইসরাইল যুদ্ধে হতাহতের সংখ্যা
( আপডেট),৭অক্টোবর-১০ ডিসেম্বর, সকাল ১০টা।
সূত্র: আল জাজিরা।
গাজায় নিহত ১৭,৭১০জন, আহত ৪৮,৭৮০ জন,
অধিকৃত পশ্চিম তীরে নিহত ২৭৩ ফিলিস্তিনি, আহত ৩ হাজার ৩৬৫
ইসরাইলে নিহত ১হাজার ১৪৭, আহত ৮৭৩০ জন (ইসরাইল আর্মির সূত্র)।
বিএনএনিউজ২৪,জিএন