27 C
আবহাওয়া
১:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মায়ানমারে ব্যাপক সংঘাত চলছে

মায়ানমারে ব্যাপক সংঘাত চলছে


বিএনএ, ঢাকা: মায়ানমারে  সামরিক বাহিনী ও জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আবারও ব্যাপক সংঘাত শুরু হয়েছে । গত কয়েকদিন ২৪ সেনাকে হত্যা করা হয়েছে।  বিদ্রোহীরা দখলে নিয়েছে আরও তিনটি ঘাঁটি। সংঘাত দেশটির দুই-তৃতীয়াংশের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। সংঘাতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় পৌনে ছয় লাখ মানুষ।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর জানিয়েছে ,সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করছে বিভিন্ন জাতিগোষ্ঠীর সশস্ত্র গোষ্ঠীগুলো।এর মধ্যে রয়েছে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)। তারা  অভ্যুত্থানবিরোধী জাতীয় ঐক্যের সরকারকে সমর্থন করে। গত ২৬ অক্টোবরের পর থেকে মিয়ানমারজুড়ে ৫ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

অন্যদিকে গত ছয় সপ্তাহের বেশি সময়ে সংঘাতে মিয়ানমারে নারী–শিশুসহ ৩৬৩ জন বেসামরিক মানুষের প্রাণ গেছে। আহত হয়েছেন ৪৬১ জন।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক জান্তা। পরে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে সেনাবাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হয় পিডিএফ যোদ্ধাসহ সশস্ত্রগোষ্ঠীগুলো।###

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ