16 C
আবহাওয়া
৪:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৯, ২০২৫
Bnanews24.com
Home » নেইমারকে নিয়ে পেলের আবেগি পোস্ট

নেইমারকে নিয়ে পেলের আবেগি পোস্ট


বিএনএ, স্পোর্টস ডেস্ক : ক্রোয়েশিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়ছে ব্রাজিল। হারের পর মাঠেই মাঠেই কান্নায় ভেঙে পড়েন দলটির তারকা ফুটবলার নেইমার।

কান্নায় ভেঙে পড়া নেইমারকে সান্ত্বনা দেওয়ার জন্য হাসপাতাল বেডে শুয়ে থেকেই ইনস্টাগ্রামে পোস্ট করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।

সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে পেলে লেখেন, আমি তোমাকে বড় হতে দেখেছি নেইমার। প্রতিদিন তোমার জন্য গলা ফাটাই। তুমি ব্রাজিলের হয়ে গোল করায় আমাকে স্পর্শ করেছো। শেষ পর্যন্ত আমি তোমাকে শুভেচ্ছা জানানোর সুযোগ পেলাম। আমরা দুজনই জানি, এ কীর্তি পরিসংখ্যানের চেয়েও অনেক কিছু।

পেলে আরও লেখেন, আমাদের সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে খেলোয়াড়দের অনুপ্রাণিত করা। সতীর্থদেরও সাহস জোগানো। পরবর্তী প্রজন্ম এবং সর্বোপরি যারা এই খেলাটাকে ভালোবাসে, তাদের পাশে থাকতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এটা আমাদের খুশির দিন নয়।

পেলে লেখেন, ৫০ বছর আগে এ রেকর্ড করেছিলাম আমি। এতদিন কেউ এর ধারে-কাছে ঘেঁষতে পারেনি। তুমি পারলে। দেখিয়ে দেলে কত বড় এই কৃতিত্ব।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ