26 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বরগুনায় বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

বরগুনায় বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

বরগুনায় বন্দুকযুদ্ধে জলদস্যু নিহত

বিএনএ বরগুনা: বরগুনার পাথরঘাটায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ১টায় উপজেলার বাদুরতলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের পটুয়াখালী জোনের লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে বাদুরতলা এলাকায় একদল দস্যু অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে ওই এলাকায় অভিযানে যায় র‌্যাবের একটি টিম। সে সময় দস্যুরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দস্যুরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায় বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলাম ।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার তথ্য নিশ্চিত করে জানান, মৃতদেহ পাথরঘাটা থানায় রাখা হয়েছে। নিহত ব্যক্তি জলদস্যু বলে জানা গেলেও তার নাম-ঠিকানা জানা যায়নি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ