22 C
আবহাওয়া
৯:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র-ডিএমপি

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র-ডিএমপি

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সুসম্পর্ক নষ্ট করার অপচেষ্টা-ডিএমপি

ঢাকা:  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত প্ল্যাকার্ড ও পোস্টারসহ অন্তত ১০ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৯ নভেম্বর) গভীর রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি থেকে জানানো হয়, সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে দলের নেতা-কর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি এবং যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে অবৈধ মিছিল ও সমাবেশের নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসব সমাবেশে ভাঙচুর ও অবমাননার প্রমাণ সংগ্রহের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছিল, যার একটি অডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সুসম্পর্ক নষ্ট করার অপচেষ্টা হিসেবে এই পরিকল্পনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উসকানিমূলক পোস্টার, ছবি, প্ল্যাকার্ড এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড রুখতে ডিএমপি সর্বোচ্চ তৎপর রয়েছে। আরও যারা এসব কর্মকাণ্ডের পেছনে আছে, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলেও ডিএমপির পক্ষ থেকে জানানো হয়।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ