24 C
আবহাওয়া
২:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ইসরায়েলের ১৩৬ যান ধ্বংসের দাবি হামাসের

ইসরায়েলের ১৩৬ যান ধ্বংসের দাবি হামাসের


বিএনএ বিশ্বডেস্ক :গাজায় স্থল যুদ্ধ শুরুর  পর থেকে ইসরায়েলের ৬টি ট্যাঙ্কসহ মোট ১৩৬টি সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে হামাস।অন্যদিকে স্থল যুদ্ধে বুধবার (৮ নভেম্বর) পর্যন্ত ইসরায়েলের ৩৫ সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই জন কমান্ডারও রয়েছে।

বুধবার হামাসের টিভি চ্যানেল আল-আকসায় এমন দাবি করেছেন সংগঠনটির সশস্ত্র শাখা আল-কাসিম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা। ইসরায়েল এখন পর্যন্ত হামাসের এ দাবি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

২৮ অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। তারা বেশ দ্রুত গতিতে গাজাকে দুই টুকরা করে। এখন উত্তরাঞ্চলে ভয়াবহ যুদ্ধ হচ্ছে। স্থল যুদ্ধের পাশাপাশি ক্ষেপণাস্ত্র, রকেট, বোমা ও ড্রোন হামলাও অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থল যুদ্ধে হামাসের কয়েক শত যোদ্ধা হত্যার দাবি করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে কয়েকজন শীর্ষ নেতাও রয়েছে।

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ