18 C
আবহাওয়া
২:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ১১ কর্মকর্তা

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ১১ কর্মকর্তা


বিএনএ, ঢাকা : অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ১০ জেলায় ১১ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার।

বুধবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সচিব ভাষ্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে- পঙ্কজ বড়ুয়াকে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক, কাজী মহুয়া মমতাজকে কিশোরগঞ্জ, মাহফুজুল আলম মাসুমকে ময়মনসিংহ, এস এম জাকির হোসেনকে নওগাঁ, রুবেল মাহমুদকে কিশোরগঞ্জ, মো. মামুনুল করিমকে গাজীপুর, নাফিসা আক্তারকে গাজীপুর, আতিকুল ইসলামকে চট্টগ্রাম, অজিত দেবকে নোয়াখালী, বেগম রুম্পা সিকদারকে বরিশাল এবং মো. আব্দুল কাদেরকে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।

বিএনএনিউজ/এইজ.এম।

Loading


শিরোনাম বিএনএ