31 C
আবহাওয়া
১২:০৭ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশের মেয়েরা

জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশের মেয়েরা

জিম্বাবুয়ে মহিলা দলকে হারাল বাংলাদেশ

বিএনএ,স্পোর্টসডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের শুরুর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে নারীদেরকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের নারীরা। বুধবার( ১০ নভেম্বর) জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ২৩ ওভার ২ বলে ৪৮ রান তুলতে সবকটি উইকেট হারায় জিম্বাবুয়ে। মামূলি রান তাড়া করতে নেমে  ১০ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে ৮ উইকেটে জয় লাভ করে টাইগ্রেসরা।

এই প্রথম প্রথমবারের মত কোন দলকে সর্বনিম্ন রানে আটকে দিল বাংলাদেশের নারীরা। এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকাকে ৭৫ রানে আটকে দিয়েছেিল তারা।

২০১৯ সালের নভেম্বরে পাকিস্তান সফরে সবশেষ ওয়ানডে খেলা দীর্ঘ বিরতির পর মাঠে নেমে জিম্বাবুয়ে দলকে উড়িয়ে দিয়ে দারুণ সূচনা করল বিশ্বকাপ বাচাইয়ের আগে জাহানার,সালমা ও নাহিদা আক্তাররা।

সহজ রান তাড়ায় বাংলাদেশ দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমানি আক্তারকে হারায় ৫ ওভারের মধ্যে। তবে দুই অভিজ্ঞ ফারজানা হক ও রুমানা আহমেদ বাকি পথ পাড়ি দেন কোনো বিপদ ছাড়াই। ওয়ানডে অধিনায়কত্ব হারানো রুমানা অপরাজিত থাকেন ২০ বলে ১৬ করে।

৩৯ ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের এটি দশম জয়। সবশেষ ম্যাচেও জয় ছিল পাকিস্তানের বিপক্ষে।

এর আগে টস জিতা বাংলাদেশকে ম্যাচের তৃতীয় ওভারেই প্রথম সাফল্য এনে দেন পেসার জাহানারা আলম। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে নারী দল। জিম্বাবুয়ের একমাত্র ব্যাটার হিসেবে প্রেসিয়াস মারাঙ্গে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছিলেন। ১৭ বলে ৩০ রান করেন প্রেসিয়াস মারাঙ্গে। তার ব্যাটে ভর করেই ৪৮ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২৩.২ ওভারে ৪৮ (মারাঙ্গে ১৭, ধুরুরু ৭; জাহানারা ৬-১-১৮-৩, সালমা ৭-৪-৬-৩, রিতু মনি ৪-১-১৩-১, নাহিদা ৫.২-৩-২-৩)।

বাংলাদেশ: ১০.৪ ওভারে ৪৯/২ (মুর্শিদা ৭, শারমিন ৮, ফারজানা ১১*, রুমান ১৬*; মারাঙ্গে ৩-০-১১-১, এমবোফানা ৪-০-১৮-১)।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ