31 C
আবহাওয়া
৪:৪০ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

বিএনএ, ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে সারাদেশে এক হাজার ১০৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৫৫৫ রোগী। তাদের মধ্যে এক হাজার ৯৩৮ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ২৮ হাজার ৭৭৯ জন। বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে দুই লাখ ১৯ হাজার ৬৮ জন।

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা মামলায় সীতাকুণ্ড-মিরসরাইয়ের ৫ সাংবাদিকের অব্যাহতি

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে আট হাজার ৬০২ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি দুই হাজার ৬৮৩ জন। অন্যরা ঢাকার বাইরের বিভিন্ন জেলায় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ